রবিবার থেকে কোন দোকান খোলা আর কোনগুলি বন্ধ? জেনে নিন বিশদে

রবিবার সকাল ৬টা থেকেই কার্যত লকডাউন জারি হয়ে যাচ্ছে রাজ্যে। যদিও আগে থেকেই আংশিক লকডাউন চলছিল বাংলায়। কিন্তু তাতে সাধারণ মানুষের করোনা বিধি না মানার একটা প্রবনতা লক্ষ্য করা যাচ্ছিল। ফলে রাজ্যে দিন দিন সংক্রমণ বাড়ছিল রাজ্যে। এবার কড়া কোভিডবিধি জারি করল রাজ্য সরকার। যাকে পূর্ণাঙ্গ লকডাউন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শনিবারই নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানালেন কি কি বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা চালু থাকবে। 


  • আগামীকাল অর্থাৎ রবিবার থেকে চালু থাকবে শুধুমাত্র জরুরী পরিষেবা। তবে বাজার ও কয়েকটি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে মাত্র কয়েক ঘন্টার জন্য। শাক-সবজি ও মাছ মাংস, ফল, ডিম, পাউরুটি এবং মুদি দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মাত্র তিন ঘন্টার জন্য। 
  • মিষ্টির দোকান বা দুগ্ধজাত দ্রব্যের দোকান খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মূলত শিশু, বয়স্ক এবং রোগীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
  • সব ধরণের ই-কমার্স, হোম ডেলিভারি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ অনলাইনে কেনাকাটা এবং খাবারের অর্ডার দিতে পারবেন প্রয়োজন মতো। 
  • সোনারুপো এবং শাড়ির দোকান খোলা রাখা যাবে বেলা ১২টা থেকে বেলা ৩টে পর্যন্ত।
  • জুটমিলগুলি ৩০ শতাংশ কর্মী নিয়ে এবং চা বাগানগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু থাকবে।
  • জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কারখানা (ওষুধ, অক্সিজেন, চিকিৎসা সামগ্রীর কারখানা) চালু থাকবে।
  • করোনার টিকা প্রদান কেন্দ্র (সরকারি-বেসরকারি) খোলা থাকবে।
  • শপিং মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, জিম, বিউটি পার্লার, সুইমিং পুল, রেস্তরাঁ, বার, মদের দোকান, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, মাল্টিপ্লেক্স বন্ধ থাকবে।
  • জরুরী পরিষেবা ছাড়া অন্যান্য সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
  • পার্ক, চিড়িয়াখানা, জাতীয় উদ্যান বন্ধ থাকবে।   

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم